সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আয়োজনে জৈন্তাপুরে মতবিনিময় সভা ও ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্টিত হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজে এই সভা ও মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ ফারুখ হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো হাফিজুর রহমান। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী, সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) অলক শর্মা, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শ্রী যাদবময় বিশ্বাস, ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম।
মতবিনিময় সভায় বিজিবির পক্ষ থেকে সিমান্তের সুরক্ষায় ও মানুষের জানমালের রক্ষায় জনসচেতনমূলক বক্তব্য বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। এছাড়া নিষেধাজ্ঞা অমান্য করে সীমান্ত অতিক্রম করা কিংবা সীমান্ত ঘেঁষা এলাকা পরিহার করে চলতে সকলের প্রতি আহ্বান জানান বক্তারা।
সভায় অতিথিবৃন্দ শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিতে পাথর কুয়ারী খুলে দেয়ার আহ্বান জানিয়ে বলেন, কুয়ারী বন্ধ থাকায় সীমান্তে চোরাচালান বেড়ে গিয়েছে। উপজেলার অধিকাংশ শ্রমিক পাথর উত্তোলনের কাজে জড়ীত। কিন্তু এখন পাথর উত্তোলনের অনুমতি না থাকায় বাধ্য হয়ে সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যাচ্ছে তারা। যার ফলে প্রাণহানিসহ ভারতে আটকের ঘটনা ঘটছে।
এসময় ২ নং জৈন্তাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলমগীর হোসেন, হাজী মোস্তাক আহমেদ চৌধুরী, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, মুরব্বি আব্দুস সাত্তার, শ্রীপুর পাথর কোয়ারী সমিতির সভাপতি আব্দুল আহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মতবিনিময় সভার পর ৪৮ বিজিবির উদ্যোগে ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে বৃহত্তর ৪ নং বাংলা, সীমান্তবর্তী এলাকা এবং প্রান্তিক এলাকা থেকে আগত পুরুষ মহিলা ও শিশুরা বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ গ্রহন করেন।