জৈন্তাপুরে জাতীয় যুব দিবসের ব্যানার নিয়ে সমালোচনার ঝড়

সিলেটের জৈন্তাপুরে জাতীয় যুব দিবসের অনুষ্ঠানের ব্যানারে লেখা নিয়ে সমালোচনার ঝড় বইছে। ব্যানারে উপজেলা নির্বাহী অফিসারকে বিশেষ অতিথি এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে প্রধান অতিথি লেখায় সমালোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকে বিষয়টি নিয়ে বিরূপ মন্তব্য করতে দেখা গেছে।

অবশ্য অনুষ্ঠানের আয়োজকরা বলছেন, বিষয়টি ভুলবশত হয়েছে।

জানা গেছে, শুক্রবার (০১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী ও যুব ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর। অনুষ্ঠানের ব্যানারে অতিথিদের নামের অংশে সবার উপরে উপজেলা নির্বাহী অফিসারকে বিশেষ অতিথি লেখা হয়েছে। এর নিচে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে প্রধান অতিথি লেখা হয়েছে। এই ব্যানারেই অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়। দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনুষ্ঠানের ব্যানারসহ কিছু ছবি ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমিনুজ্জামান চৌধুরী বলেন,‘ভুলবশত হয়ে গেছে। ক্ষমা করে দিবেন।’

জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী বলেন, ‘আমি অনুষ্ঠানে উপস্থিত ছিলাম না আর এই অনুষ্ঠান আমি আয়োজন করি নি। সুতরাং এটা নিয়ে আমার কোনো ধারণা নেই।’

জানতে চাইলে জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালিক রুমাইয়া বলেন, ‘আমি একটি প্রোগ্রামে আছি। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার সাথে যোগাযোগ করতে পারেন।’