বিয়ানীবাজারে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বিকাল ৪টায় মুক্তিযোদ্ধা সংসদস্থ সংগঠনের কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আতাউর রহমান খান।
সংগঠনের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়ালের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আহমদ হোসেন বাবুল, নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ দিপু ও মো. আব্দুস শুকুর, দপ্তর সম্পাদক বেলাল আহমদ, সহ দপ্তর সম্পাদক জহিরুল হক রাজু, জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন রুনু সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
আলোচনা সভা শেষে ৩ নভেম্বর শাহাদত বরণকারী জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর খুনিচক্র ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে জাতীয় চার নেতা- সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন এম মনসুর আলীকে হত্যা করে।