জেলা বিএনপি থেকে পাপলুর যুগ্ম সম্পাদক পদ স্থগিত

সিলেট জেলা বিএনপির নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির থেকে সিদ্দিকুর রহমান পাপলুর যুগ্ম সম্পাদক পদ স্থগিত করা হয়েছে।

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হিসেবে সুনির্দিষ্ট প্রমাণ থাকার অভিযোগে তার যুগ্ম সম্পাদক পদ স্থগিত করা হয় বলে জানায় বিএনপির কেন্দ্রীয় দপ্তর।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ”দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার সু-নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আপনাকে সিলেট জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক (৩) পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনি দলীয় সকল কর্মকান্ড থেকে বিরত থাকবেন।”

এর আগে গত ২০ মার্চ সিলেট জেলা বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ও ৯১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি অনুমোদন দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই কমিটিতে সিদ্দিকুর রহমান পাপলুকে যুগ্ম সম্পাদক (৩) পদে রাখা হয়।

যদিও পূর্ণাঙ্গ ঘোষণার পর দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন তুলে এর প্রতিবাদসহ নানা কারণে আলোচনায় উঠে আসেন পাপলু। সিদ্দিকুর রহমান পাপলু এর আগে সিলেট জেলা যুবদলের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।