জেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মঈন ও সাধারণ সম্পাদক নাসির

উৎসবমুখর পরিবেশে সিলেট জেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক (২০২৫-২৬) নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ নাসির উদ্দিন নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন চলে ভোট গ্রহণ। পরে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এ. কে. এম সামিউল আলমের স্বাক্ষরে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হলে এ তথ্য পাওয়া যায়।

নির্বাচনে সভাপতি পদে ৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মঈন উদ্দিন। সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ নাসির উদ্দিন পেয়েছেন ৮৭ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে রবি কিরন সিংহ ৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়া নির্বাহী সদস্য পদে চার জন বিজয়ী হয়েছেন। তারা হলেন যথাক্রমে মো. সোহেল আহমদ সুহেল (নবীন সোহেল), রণজিৎ কুমার সিংহ, তুহিন আহমদ ও রাজীব আহমেদ রাসেল (রাজীব রাসেল)।

নবীন সোহেলের প্রাপ্ত ভোট ৮২, রণজিৎ কুমার ৭৬, তুহিন ৭১ ও রাজীব রাসেল ৬৯ ভোট পেয়ে বিজয়ী হোন।

এর আগে, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিন (২০ ডিসেম্বর) সন্ধ্যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ. কে. এম সামিউল আলম, নির্বাচন কমিশনার মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সিলেট সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সহসভাপতি (প্রথম) মনিরুজ্জামান মনির, সহসভাপতি (দ্বিতীয়) সজল ঘোষ, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শাহজাহান সেলিম বুলবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রেজাউল হক ডালিম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জামিল আহমদ (আহমেদ জামিল) এবং পাঠাগার সম্পাদক মো. আলী আকবর চৌধুরী কোহিনূর।

নতুন বাংলাদেশে নতুন নেতৃত্ব দায়িত্বে আসার মাধ্যমে আরও অনেক দূর এগিয়ে যাবে ঐতিহ্যের স্মারক এ সংগঠন- এমনই প্রত্যাশা ক্লাব সদস্য ও সংশ্লিষ্টদের।