জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জেলা ও মহানগর বিএনপির অভিনন্দন

সিলেটের পেশাধার সাংবাদিকদের সংগঠন সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। সোমবার (৩০ ডিসেম্বর) পৃথক দুটি বার্তায় কমিটির সকল সদস্যদের অভিনন্দন জানানো হয়।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী নবগঠিত কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, গণতান্ত্রিক দায়িত্বের কারণে গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। আমরা আশাকরি, নবনির্বাচিত সাংবাদিক নেতৃবৃন্দ সমাজে জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

এদিকে একইদিন সন্ধ্যায় পৃথক বার্তায় জেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সকল সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে সিলেট মহানগর বিএনপি।

বার্তায় মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী জেলা প্রেসক্লাব কমিটির সকল সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, আওয়ামী লীগের আমলে অনেক সাংবাদিক ফ্যাসিসবাদের দোসর হিসেবে কাজ করেছেন। আশা করি, সিলেট জেলা প্রেসক্লাবের নতুন নেতৃত্বের মাধ্যমে সিলেটের সাংবাদকর্মীরা স্বাধীনভাবে কাজ করতে পারবেন।