সিলেটের পেশাজীবী সাংবাদিকদের বৃহৎ সংগঠন সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদ।
রোববার (২৯ ডিসেম্বর) এক বার্তায় সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি ও বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতির মহাসচিব আব্দর রহমান রিপন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মল্লিক মুন্না, সাংগঠনিক সচিব মিয়া মো. আজিজুল করিমসহ সর্বস্তরের ব্যবসায়ীগণ নবগঠিত কমিটির সবাইকে অভিনন্দন জানান।
বার্তায় নেতৃবৃন্দ বলেন, সিলেট জেলা প্রেসক্লাব সিলেটের সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উন্নয়নে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি আরও গতিশীল হবে এবং সত্য, ন্যায় ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নতুন দিগন্ত উন্মোচন করবে। আমরা আশা করি, নির্বাচিত কমিটির সবাই মুক্ত সাংবাদিকতার পথিকৃত হয়ে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলস কাজ করবেন।