জেলহত্যা দিবসে সিলেট মহানগর আ.লীগের কর্মসূচি

৩ নভেম্বর ঐতিহাসিক জেলহত্যা দিবস। বাংলাদেশের ইতিহাসে বেদনাবিধূর ও কলঙ্কময় একটি দিন।

১৯৭৫ সালের ৩ মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে চার জাতীয় নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছরই ঐতিহাসিক জেলহত্যা দিবস পালন করে থাকে মহানগর আওয়ামী লীগ।

এরই ধারাবাহিকতায় ঐতিহাসিক এই দিবসে সিলেট মহানগর আওয়ামী লীগ নিম্নোক্ত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে- ৩রা নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় তালতলাস্থ গুলশান সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

উক্ত কর্মসূচিতে মহানগর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।