সিলেট নগরী থেকে ৪ চিহ্নিত ছিনতাইকারী গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার চারজন হলো, রাজনগর উপজেলার একামধু গ্রামের নুরুজ্জামানের ছেলে উজ্জল (২৭), ছাতকের ঝিকলি গ্রামের মৃত আব্দুর নূরের ছেলে আলী নূর (২৬), বানিয়াচংয়ের খাড়াউড়া এলাকার হরমুজ আলীর ছেলে বুলবুল আহম্মদ (৩৩) ও জৈন্তাপুরের ঠাকুরমাটি গ্রামের আখলুছ আলীর ছেলে সেলিম (২৫)।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) পরোয়ানা তামিল, অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার এবং ছিনতাই প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনাকালে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সাজেদুল করিম সরকারসহ একদল পুলিশ করিম উল্লাহ মার্কেট থেকে জেল রোডগামী সড়কের প্রবেশ মুখ থেকে তাদের গ্রেপ্তার করে।
এসময় তাদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত চারটি ধারালো চাকু ও ছিনতাইকৃত মোবাইল সেট উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী মাহমুদ।
তিনি জানান, এ ঘটনায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সাজেদুল করিম সরকার বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা (মামলা নং-৩৩, তাং-১৪/০২/২০২৩) করলে ওই মামলায় তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।