উদীচীর অনুষ্ঠানে বোমা হামলা

জেএমবি সদস্য ইউনুসের ফাঁসি বহাল

নেত্রকোনায় উদীচীর অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় জেএমবি সদস্য ইউনুস আলীর ফাঁসি বহাল রেখেছেন আপিল বিভাগ। বুধবার (২২ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ রায় দেন।

২০০৫ সালের ৮ ডিসেম্বর নেত্রকোনা শহরের অজহর রোডে উদীচীর কার্যালয়ের সামনে জঙ্গি সংগঠন জেএমবির আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছিলেন আটজন।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান, সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাই, সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানি, জেএমবি কমান্ডার আসাদুজ্জামান, সালাউদ্দিন, ইউনূসসহ ৮ জনকে আসামি করে পৃথক দুটি মামলা করে।

পরে ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত-২ ওই ঘটনায় করা মামলায় আসাদুজ্জামান পনির, সালাউদ্দিন সোহেল ও ইউনুছ আলীকে মৃত্যুদণ্ড দেয়। অন্য মামলায় মামলার অপর দুই আসামি সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাই ও আতাউর রহমান সানির ফাঁসি কার্যকর হওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়।

এর মধ্যে সর্বশেষ ২০২১ সালের ১৫ জুলাই রাতে গাজীপুরের কাশিমপুর কারাগারে আসাদুজ্জামান চৌধুরী ওরফে পনিরের ফাঁসি কার্যকর করা হয়।