‘জুয়াড়িদের গ্রাম’ বলায় মানববন্ধনে চকিয়াচাপুর গ্রামবাসী

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামকে ‘জুয়াড়িদের গ্রাম’ উল্লেখ করে একটি ফেসবুক পেজে সংবাদ প্রকাশ করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) দুপুরে চকিয়াচাপুর গ্রামের সামনের সড়কে গ্রামবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চকিয়াচাপুর গ্রামের দেড় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- পাইকুরাটি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল মিয়া, স্থানীয় ওর্য়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিয়া, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্ঠান ঐক্য পরিষদের পাইকুরাটি ইউনিয়ন সাধারণ সম্পাদক অনুকুল চন্দ্র সরকার, চকিয়াচাপুর গ্রামের বাসিন্দা ময়না মিয়া, আয়াত আলী, শাহীন তালুকদার, এমদাদুল হক, নূরেজা আক্তার প্রমুখ।

বক্তারা মানববন্ধনে বলেন, গত ২১ আগস্ট একটি ফেসবুক পেজে চকিয়াচাপুর গ্রামকে ‘জুয়াড়িদের গ্রাম’ উল্লেখ করে একটি ভিডিও সংবাদ প্রকাশ করা হয়। চকিয়াচাপুর গ্রামের দানিছুর রহমান চৌধুরীর ছেলে প্রীতম চৌধুরী চকিয়াচাপুর গ্রামকে ‘জুয়াড়িদের গ্রাম’ হিসেবে মিথ্যা অপবাদ দিয়ে সংবাদ প্রকাশ করিয়ে সামাজিকভাবে গ্রামকে হেয়প্রতিপন্ন করেছে। পুরো গ্রামকে জুয়াড়ি বলায় বক্তারা প্রীতমের শাস্তি দাবির পাশাপাশি ওই সংবাদের প্রতিবাদ জানান।

পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল বলেন, চকিয়াচাপুর গ্রামে কোনো জুয়া খেলা হয় না। গ্রামের পার্শ্ববর্তী হাওরে নৌকায় জুয়া খেলা হয়। এজন্য পুরো গ্রামকে জুয়াড়িদের গ্রাম বলা ঠিক হয়নি।

এ ব্যাপারে জানতে প্রীতম চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গ্রামে দীর্ঘ বছর ধরে জুয়া খেলা হয়। যার প্রমাণ আমার কাছে রয়েছে। ভিডিওর ২য় পর্বে আরও প্রমাণ দেখা যাবে। যারা মানববন্ধন করেছে তারা গ্রামের একাংশ ও জুয়াড়িদের লোক। জুয়াড়িরা তাদের ভয়ভীতি দেখিয়ে মানববন্ধন করিয়েছে। যার প্রমাণও আমার কাছে আছে।