মৌলভীবাজারের জুড়ী উপজেলা গঠনের দীর্ঘ ১৯ বছর পর আজ শনিবার অটো, টেম্পু, বেবী, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন-২৩৫৯-এর উপজেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
নির্বাচন নিয়ে দীর্ঘদিন থেকে জটিলতা ছিল। এ নিয়ে শ্রমিকদের মধ্যে দ্বন্দ, হামলা, মামলার পর গত ১৯ আগস্ট নির্বাচন উপ-পরিষদ বহু কাঙ্কিত এ নির্বাচনের তফসিল ঘোষণা করে গঠিত নির্বাচন পরিচালনা কমিটি।
নির্বাচনে ১৫টি পদের জন্য মোট ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ৪জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন, সহ-সম্পাদক পদে ৩ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন, সহ সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, অর্থ সম্পাদক পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন, প্রচার সম্পাদক ২, লাইন সম্পাদক পদে ২ জন ও ৩টি কার্যকরী সদস্য পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী।
শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত স্থানীয় মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ করা হবে।
নির্বাচন ঘিরে শ্রমিকদের মধ্যে উৎসব বিরাজ করছে। সেই উৎসবে উপজেলা সিএনজি শ্রমিক ছাড়াও অন্যারাও শামিল হয়েছেন। এমনকি পোস্টার-লিফলেটে ছেয়ে গেছে উপজেলা শহর।
কয়েকজন শ্রমিক জানান- দীর্ঘ ১৯ বছর পর অনেক ঝামেলার সারিয়ে নির্বাচন হওয়ার কারণে অন্যান্য নির্বাচনের চেয়ে তাদের কাছে এ নির্বাচন নিয়ে অন্যরকম অনুভূতি কাজ করছে। শ্রমিকদের নায্য দাবি আদায়ে কথা বলবেন এমন নেতা নির্বাচন করবেন তারা।
নির্বাচন নিয়ে গঠিত কমিটির সচিব দুদুল মিয়া জানান, ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন। এই নির্বাচন নিয়ে অতীতে অনেক জামেলা হয়েছিল কিন্তু বর্তমানে সবার মতামত রয়েছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নেতা মনোনয়নের।