মৌলভীবাজারের জুড়ির মরহুম আব্দুল আজিম (মাস্টার) মেধাবৃত্তি প্রকল্পের চলতি বছরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় জুড়ীর নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মেধাবৃত্তি প্রকল্পের সাধারণ সম্পাদক সইফ উদ্দিন, বলেন, জুড়ীর ৮৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪০০ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছে। গত ২০ নভেম্বর এ মেধাবৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়। শুক্রবার আমরা সফলভাবে পরীক্ষা সম্পন্ন করেছি।
তিনি জানান, জুড়ীর বিশিষ্ট ব্যক্তিত্ব ও সমাজ সেবক মরহুম আব্দুল আজিম মাস্টারের কনিষ্ঠ পুত্র আমেরিকা প্রবাসী মোহাম্মদ আব্দুল বাসিত মামুন তার পিতার স্মরণে ২০১৬ সালে এ মেধাবৃত্তি প্রকল্প চালু করেন। জুড়ীর শত শত শিক্ষার্থীকে এ মেধাবৃত্তি প্রকল্পের আওতায় বৃত্তি দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
মেধাবৃত্তি প্রকল্পের সভাপতি ইসমত আরা কুসুম বলেন, জুড়ী উপজেলার ৮৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মেধাবী শিক্ষার্থীরা এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিয়েছে।মূলত অত্র এলাকার মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।