জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কিংবদন্তি পেলে

পেলের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তার শরীরে কেমোথেরাপিও আর কাজ করছে না। চিকিৎসকরা কেমো বন্ধ করে দিয়েছেন। কিংবদন্তি ফুটবলারকে সুস্থ করে তোলার জন্য আর কোনো চিকিৎসাও অবশিষ্ট নেই।

ব্রাজিলের গণমাধ্যমে খবর, ৮২ বর্ষী পেলেকে বর্তমানে প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। যেসব রোগীর শরীর দরকারি চিকিৎসায় আর সাড়া দেয় না, তাদের জীবনের শেষ প্রান্তের কষ্ট কমানোর চূড়ান্ত চেষ্টা এই প্যালিয়েটিভ কেয়ার পর্যায়।

পেলেকে হৃদরোগ ও শরীর ফুলে যাওয়ায় আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তার মেয়ে কেলি নাসিমেন্তো ইনস্টাগ্রাম পোস্টে আশ্বস্ত করে লিখেছিলেন, আমার বাবার শারীরিক অবস্থা নিয়ে গণমাধ্যমে ব্যাপক হৈচৈ চলছে। কোনো জরুরি অবস্থা কিংবা নতুন করে ভয়ানক কিছু ঘটেনি। কিছু ছবি পোস্ট করার প্রতিশ্রুতি দিচ্ছি।

এরপরে ইনস্টাগ্রাম পোস্টে পেলে লিখেছিলেন, বন্ধুরা, আমি হাসপাতালে মাসিক পরীক্ষা-নিরীক্ষার জন্য এসেছি। আপনাদের কাছ থেকে পাওয়া অসংখ্য ইতিবাচক বার্তা সব সময়ই দারুণ। সেজন্য ধন্যবাদ। আমাকে এভাবে শ্রদ্ধা জানানোর জন্য কাতারকেও ধন্যবাদ।