দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান।
শনিবার (১৮ নভেম্বর) সাকিবের পক্ষে এ মনোনয়ন ফরম কেনা হয়। এ নিয়ে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এরইমধ্যে সামনে এসেছে এক দশক আগে ফেসবুকে দেয়া সাকিব আল হাসানের একটি পোস্ট। যেখানে সাকিব বলে ছিলেন, জীবনেও রাজনীতিতে আসবেন না তিনি।
২০১৩ সালের ১৪ই সেপ্টেম্বর সকাল ১০.১৪ মিনিটে ফেসবুকে দেওয়া ওই পোস্টে সাকিব লেখেন, ‘আমি রাজনীতিতে যোগ দিচ্ছি না এবং আমার জীবনে রাজনীতিতে যোগ দেওয়ার কোনো ইচ্ছাও নেই।’
সেবার বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনের অনুরোধে এক রাজনৈতিক অনুষ্টানে যোগ দিয়েছিলেন সাকিব। এরপরই তার রাজনীতিতে যোগ দেওয়ার গুঞ্জন ছড়ায়। তখন নিজের অবস্থান ব্যাখা করতে তিনি এই স্ট্যাটাস দেন। তবে এক দশকের বেশি সময় পর নিজের অবস্থান সম্পূর্ণ পাল্টে সংসদ নির্বাচনে অংশ নিতে তিনটি সংসদীয় আসনের মনোনয়ন চাইছেন তিনি।