গ্লোবাল এডুকেটরস ইনিশিয়েটিভ ফর সাসটেইনেবল ট্রান্সফরমেশন (জিস্ট) ইন্টারন্যাশনালের উদ্যোগে সিলেটে প্রথমবারের মতো প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব।
শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে নগরীর আল হামরাস্থ জিস্ট সেন্টারে এ প্রোগ্রামের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, জিস্ট ইন্টারন্যাশনালের প্রোগ্রাম কো-অর্ডিনেটর প্রণবকান্তি দেব। জিস্ট সেন্টার, সিলেট এর কর্মকর্তা আশরাফুল ইসলাম অনির পরিচালনায় অনুষ্ঠানে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব পরিচালন পদ্ধতি, পরিকল্পনা ও কৌশল নিয়ে বক্তব্য দেন মেন্টর আতিয়া আমাতুন নূর ও মিতা ঘোষ।
জিস্ট ইন্টারন্যাশনালের প্রোগ্রাম কো-অর্ডিনেটর প্রণবকান্তি দেব বলেন, এই প্রোগ্রামের মাধ্যমে শিশুরা ইংরেজি চর্চার সুযোগ পাবে। প্রাথমিকের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে এধরণের প্রোগ্রাম তাদের জন্য সুফল বয়ে আনবে। শিশুরা ল্যাংগুয়েজ ক্লাবের মাধ্যমে ইংরেজি ভাষা চর্চার পাশাপাশি জীবনঘনিষ্ট আরও অনেক বিষয় নিয়ে জানতে পারবে।
এ সময় প্রোগ্রামে নিবন্ধিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।