জাহাঙ্গীর আলম আ.লীগ থেকে স্থায়ী বহিষ্কার

ওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র হিসেবে ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় জাহাঙ্গীর আলমকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে আওয়ামী লীগ।

সোমবার (১৫ মে) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ক্ষমা চেয়ে দলে ফেরার চার মাসের মধ্যে আবার আওয়ামীলীগ থেকে বহিষ্কৃত হলেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ সংগঠনের গঠনতন্ত্রের বিধি মোতাবেক গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে স্বায়ীভাবে বহিস্কার করেছে। এটি অবিলম্বে কার্যকর হবে।”

এর আগে বিতর্কিত এক অডিও বক্তব্য সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ২০২১ সালের ১৯ নভেম্বর জাহাঙ্গীরকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল| পরে বেশকিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৫ নভেম্বর তাকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকেও সাময়িক বরখাস্ত করা হয়। ওই সময় তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও হয়।

এএইচএম/০৬