জালালাবাদ ইউনিয়নে স্বাস্থ্য সেবা ও ফ্রি ঔষধ প্রদান

সিলেট সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে ১নং জালালাবাদ ইউনিয়নে অবস্থিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দিন ব্যাপী স্বাস্থ্য সেবা প্রদান ক্যাম্প ও ফ্রি ঔষধ প্রদান অনুষ্ঠিত হয়।

শনিবার (১৬ জুলাই) ক্যাম্পে সেবাপ্রদান করেন মেডিকেল অফিসার এম সি এইচ এফ পি ডা. মোহাম্মদ সাদিক। এই সময়ে প্রায় সাড়ে ৮ শতাধিক লোককে সেবা প্রদান করা ঔষধ সহ প্রয়োজনীয় সেবা সামগ্রী সরবরাহ করা হয়।

ইউনিয়ন চেয়ারম্যান উবায়দুল্লাহ ইসহাক জানান- এই ধরনের পদক্ষেপ নিঃসন্দেহে ভালো। প্রধানমন্ত্রী যখন সর্বত্র সেবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সেখানে এই কার্যক্রম সেবা প্রদানের এক অনন্য ধাপ। এজন্য তিনি মেডিকেল অফিসার কে ধন্যবাদ জানান এবং আরো এই ধরনের কার্যক্রম চালানোর অনুরোধ জানানা।

উপজেলা ফ্যামেলিপ্লানিং অফিসার আবুল মনসুর আসজাদ জানান, বন্যা পরবর্তী এই ধরনের সেবা পর্যায়ক্রমে আমরা অন্যান্য ইউনিয়নেও চালিয়ে যাবো।

এ সময় আরো উপস্থিত ছিলেন- ফ্যামেলিপ্লানিং পরিদর্শক সাব্বির আহমেদ ও পরিবার কল্যাণ পরিদর্শিকা তপতী চক্রবর্তী।