জালালপুর কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী জালালপুর কিন্ডারগার্টেনের বার্ষক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) সকালে জালালপুর জালাললিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার হলরুমে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন ইউকে এর সহসভাপতি ও সিলেট মিলেনিয়াম মার্কেটের স্বত্তাধিকারী হোসেন আহমদ।

প্রধান বক্তার বক্তব্য রাখেন জালালপুর জালাললিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা জ.উ.ম আব্দুল মুনঈম।

প্রধান অতিথির বক্তব্যে হোসেন আহমদ বলেন, আজকের শিশুরাই আগামী দিনের সুন্দর পৃথিবী গড়ে তুলবে। তাই শিশুদের প্রতি আমাদের সকলকে যতœবান হতে হবে। বিশেষ করে তাদের শারিরীক ও মানষিক বিকাশের সুযোগ সৃষ্টি করে দিতে হবে। তাই পড়ালেখার পাশাপাশি খেলাধূলার বিকল্প নেই।

তিনি বলেন, জালালপুর কিন্ডারগার্টেন একটি অনন্য মানের প্রতিষ্ঠান হিসেবে তাদের ধারাবাহিকতা অব্যাহত রেখে চলেছে। এই প্রতিষ্ঠান সিলেটের মধ্যে একটি মডেল হিসেবে ভবিষ্যতে পরিচিতি লাভ করবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

জালালপুর কিন্ডারগার্টেনের ব্যবস্থাপক বিশিষ্ট সমাজসেবী বদরুল ইসলাম জয়দুর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মানিক আল মুবিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কিন্ডারগার্টেনের পরিচালক ও জালালপুর জালাললিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সহযোগী অধ্যাপক মাওলানা ইমদাদুর রহমান খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী মিসেস ফাতেম খানম, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, জালালপুর বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল বাছিক বাচ্চু, সাংবাদিক খালেদ আহমদ, বিশিষ্ট মুরব্বী শাহ হাবিবুর রহমান ছুফন ও জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান জিল্লুর রহমান জিলু।

অনুষ্ঠানে কিন্ডারগার্টেনের অন্যান্য শিক্ষক ও কয়েকজন ছাত্রছাত্রী বক্তব্য রাখেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।