বাংলাদেশ ব্যাংক সিলেট কর্তৃক আয়োজিত এবং সোনালী ব্যাংক লিমিটেড, জকিগঞ্জ শাখা, সিলেটের সহযোগিতায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কসপ-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ আগস্ট) উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আজিজুর রহমান, সোনালী ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল অফিস, সিলেটের আবু তাহির মো. হাবিবুল্ল্যাহ, রিসোর্স পার্সন, যুগ্মব্যবস্থাপক (ক্যাশ), বাংলাদেশ ব্যাংক, সিলেট শংকর চন্দ্র অলমিক, সমন্বয়ক, উপ-পরিচালক (মুদ্রা ও দাবি শাখা), বাংলাদেশ ব্যাংক, সিলেট মো. শেখ ফরিদ, কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত), উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, জকিগঞ্জ।
আরও উপস্থিত ছিলেন- জকিগঞ্জ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক পৌরমেয়র খলিলুর উদ্দিন, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব। উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলার সকল তপসিলি ব্যাংকের ম্যানেজার, ক্যাশ ইনচার্জসহ উপজেলার কর্মকর্তাবৃন্দ এবং সর্বস্তরের জনগণ, ব্যবসায়ী, স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সোনালী ব্যাংক জকিগঞ্জ শাখার ম্যানেজার তপন কুমার মন্ডল।
অনুষ্ঠান আয়োজনে সহযোগিতায় ছিলেন- ব্যাংকের সিনিয়র অফিসার সালাউদ্দীন ফরহাদ, আপ্তাব হোসেন, সিনিয়র অফিসার, জাবেদ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মনির উজ জামান।