জামিন পেলেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর চেয়ারম্যান ইমরান খানের আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইসলামাবাদ হাই কোর্ট দুই সপ্তাহের জামিন মঞ্জুর করেছেন।

শুক্রবার স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে ইসলামাবাদ হাই কোর্টের (আইএইচসি) একটি ডিভিশন বেঞ্চ ইমরানের জামিন মঞ্জুর করেন। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে হাইকোর্টে হাজির হন ইমরান। জুমার নামাজের পর যখন আদালতে পুনরায় শুনানি শুরু হয়, সে সময় ইমরান খানও আদালতকক্ষে উপস্থিত ছিলেন।

একদিন আগে বৃহস্পতিবার পাকিস্তান সুপ্রিম কোর্ট আইএইচসি প্রাঙ্গণ থেকে পিটিআইয়ের শীর্ষ নেতার গ্রেপ্তারকে ‘অবৈধ ও বেআইনি’ বলে উল্লেখ করেছিল।

এএইচএম/০৫