গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের আসামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে দুধ পান করানোর পাইলট (স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির) শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল’র বাস্তবায়নে শিক্ষার্থীদের মাঝে মিল্ক ফিডিং কর্মসূচির শুভ উদ্ধোধন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. জামাল খাঁন’র সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রতুল চন্দ্র সরকার।
এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. নুরুজ্জামান, আসামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাফরোজা আক্তার, ইউপি সদস্য দৌলত খান, শাহজাহান মিয়া ও নাজমা বেগমসহ অভিভাবকবৃন্দ।
এর আগে, বিদ্যালয়ের ২০জন অভিভাবক ও ৫ জন শিক্ষককে নিয়ে পুষ্টি ও পরিবেশ সচেতনতা নিয়ে প্রশিক্ষণ দেয়া হয়। বিদ্যালয়ের সকল শ্রেণির প্রত্যেক শিক্ষার্থীদের প্রকল্প হতে আইডি কার্ড দেয়া হয়।