জাফলংয়ে বেসরকারি শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বিভিন্ন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্ডেন শিক্ষকদের দক্ষতা উন্নয়নে দুইদিনব্যাপী বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) সকালে বল্লাপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গোয়াইনঘাট উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য ইমরান হোসেন সুমন।

গোয়াইনঘাট উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক আব্দুল আহাদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক মো. আব্দুল হালিম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহফুজুর রহমান, পুকাশ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল্লাহ, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন।

আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জাফলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া বেগম, গোয়াইনঘাট প্রেসক্লাবের অর্থ সম্পাদক মিনহাজ মির্জা, সদস্য সাইদুল ইসলাম, শিক্ষক নাজমুল ইসলাম প্রমুখ।

৮-৯ মার্চ অনুষ্ঠিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন শিক্ষকদের বিষয় ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালায় পূর্ব ও মধ্য জাফলং ইউনিয়নের অর্ধশতাধিক শিক্ষক-শিক্ষিকাবৃন্দ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।