প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা জাফলংয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে গত রাতে যৌথ অভিযান পরিচালনা করেছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন।
গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় রাত ২টা থেকে ভোর সাড়ে ৬টা পর্যন্ত জাফলং ব্রিজ পয়েন্ট, জাফলং চা বাান, নয়াবস্তি ও কান্দুবস্তি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় বালু-পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ১০টি ইঞ্জিন নৌকা, ২০টি বারকি নৌকা, বালু লোডিং-আনলোডিংয়ে ব্যবহৃত ২টি লোহার পুলি জব্দ করা হয় এবং ২ জন শ্রমিককে আটক করা হয়।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানিয়েছেন, ‘জাফলং চা বাগানের নদী তীরবর্তী অংশ কেটে বালু ও পাথর নয়াবস্তি ও কান্দুবস্তিতে স্তুপ করে রাখা হয়েছে। স্তুপীকৃত বালু ও পাথর পরিমাপ করতে সার্ভেয়ার নিয়োগ করা হয়েছে।’
তিনি জানান, ‘আটককৃত দুইজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর ৪(গ),৪ (ছ) ও ৫(১) ধারা ভঙ্গের অপরাধে বর্ণিত আইনের ১৫(১) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।’