জাফলংয়ে আদিবাসীদের নিয়ে আইএফআইসি’র আর্থিক স্বাক্ষরতা দিবস

সিলেটের গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের সংগ্রাম পুঞ্জিতে আদিবাসী খাসিয়া সম্প্রদায়কে নিয়ে আর্থিক স্বাক্ষরতা দিবস পালন করেছে আইএফআইসি ব্যাংক।

“দেশব্যাপি আর্থিক স্বাক্ষরতা ও শিক্ষায়, সমৃদ্ধির পথে সবাই মিলে এগিয়ে যাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৪ মার্চ) সকালে সংগ্রামপুঞ্জির কমিউনিটি সেন্টারে আইএফআইসি ব্যাংক সিলেট ব্রাঞ্চের জাফলং উপ-শাখার আয়োজনে আদিবাসী নারী-পুরুষদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আইএফআইসি ব্যাংক জাফলং উপ-শাখার ইনচার্জ আতিকুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আইএফআইসি ব্যাংকের গ্রেটার সিলেটের ম্যানেজার মো. মশিউর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আইএফআইসি ব্যাংক সিলেট শাখার অফিসার (লোন এন্ড পারফরম্যান্স) ডিভিশন হেড জাহিদুল হক, ফিন্যান্সিয়াল রিটারেসি পোগ্রাম অফিসার মো. রাইসুল ইসলাম, ব্রাঞ্চ ব্যাংকিং সিনিয়র অফিসার নূর মোহাম্মদ অন্তর, নকশিয়া পুঞ্জির সাবেক হেডম্যান ওয়েলকাম লম্বা, সংগ্রামপুঞ্জির জমিদার সিলনং তেংসং, লামাপুঞ্জির হেডম্যান রিসন কংওয়াং, নকশিয়া পুঞ্জির হেডম্যান লর্ড লম্বা, প্রতাপপুর পুঞ্জির হেডম্যান এল বিছ লামিন, বিশিষ্ট সমাজসেবক করিম আহমদ প্রমুখ।

আলোচনা সভা শেষে আর্থিক সাক্ষরতা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।