জাতীয় পতাকার অবমাননায় মুক্তিযোদ্ধা সংসদের স্মারকলিপি

গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সিলেটের হাবিব ব্যাংক লিমিটেড এর শাখায় ঝাড়ুর সাথে জাতীয় পতাকা বেঁধে জাতীয় পতাকার অবমাননা করায় শাস্তির দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিটের নেতৃবৃন্দ।

রোববার (২১ আগস্ট) দুপুর ১২টায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহিদ পান্না, বীর মুক্তিযোদ্ধা অরবিন্দু দাস, বীর মুক্তিযোদ্ধা রজনী কান্ত দাস, বীর মুক্তিযোদ্ধা প্রিতি কুসুম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জমির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রইছ আলী, বীর মুক্তিযোদ্ধা তশিদ আলী, বীর মুক্তিযোদ্ধা রাকেশ সরকার, বীর মুক্তিযোদ্ধা পরিতোষ দাস, বীর মুক্তিযোদ্ধা কছির মিয়া, বীর মুক্তিযোদ্ধা অমলেন্দু দাস, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মনোজ কপালী মিন্টু, সদস্য সচিব এম এইচ বিশ্বাস পারভেজ প্রমুখ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পাকিস্তানি মালিকানাধীন এ ব্যাংকের কাণ্ডে সাধারণ জনগণের সাথে সাথে জাতির অতন্দ্র প্রহরী মুক্তিযোদ্ধারাও বিস্মিতও স্তব্ধ। পাকিস্তানি মালিকানাধীন এ ব্যাংকের অপরাধ সীমাহীন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বাঙালি জাতির পিতা, আবহমানকালের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারের এক নৃশংসভাবে হত্যা করা হয়। ওই দিনটিতে সারাদেশে জাতীয় মর্যাদায় শোক দিবস পালন করা হয়। সকল সরকারি, বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। কিন্ত সেদিন হাবিব ব্যাংক ঝাড়ু বেঁধে জাতীয় পতাকাকে অবমাননা করেছে। এই ব্যাংকের লাইসেন্স বাতিল ও সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে।