জাতীয় সংসদ নির্বাচন : ৩০০ আসনে জাপার প্রার্থী ঘোষণা আজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। এর একদিন পর সোমবার ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করবে জাতীয় পার্টি (জাপা)।

রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে বিকেল ৪টার দিকে এ ঘোষণা দেয়া হবে।

জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী রোববার রাতে সংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।

এর আগে শনিবার জি এম কাদেরের নেতৃত্বে জাপা ঐক্যবদ্ধ জানিয়ে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘জাতীয় পার্টিতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে।’

জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে ওই দিন দুপুরে বরিশাল, খুলনা ও সিলেট বিভাগের দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের সময় সংবাদকর্মীদের তিনি এ কথা বলেন।

চুন্নু আরও বলেন, ‘আমরা ৩০০ আসনেই লাঙ্গল নিয়ে নির্বাচন করব। প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব কৌশল থাকে। আমরা আমাদের নিজস্ব কৌশল নিয়ে এগিয়ে যাচ্ছি। যারা দীর্ঘদিন পার্টিতে অবদান রেখেছেন, এলাকায় তার জনপ্রিয়তা, দেশ ও মানুষের প্রতি তার কতটুকু দরদ আছে এসব বিবেচনা করেই আমরা মনোনয়ন চূড়ান্ত করব।

‘আমাদের মনোনয়নপ্রত্যাশীরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। আমরা চাই সাধারণ ভোটাররা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।’