জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মসূচি

‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী শুক্রবার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসনের সহযোগিতায় যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট কর্তৃক দিনব্যাপী নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার সকাল ৯টায় যুব সমাবেশ ও শুভ উদ্বোধন ঘোষণা, সকাল পৌনে ১০টায় সিলেট নগরীর দক্ষিণ সুরমা থানার পাশে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট হলরুমে আলোচনা সভা, শপথ পাঠ, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ কোর্স উদ্বোধন, প্রশিক্ষণ সনদ, উপকরণ ও যুব পুরস্কার প্রদান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. রেজাউল করিম। সভাপতিত্ব করবেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় সিলেট সিটি করপোরেশনের ২৯ ও ৩০ নং ওয়ার্ডের পিরোজপুর কালভার্ট সংলগ্ন জৈন্তা খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে র‌্যালি ও শুভ উদ্বোধন।

২রা নভেম্বর শনিবার সকাল ১০টায় শিল্পকলা একাডেমি সিলেট প্রাঙ্গণে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বীর শহীদদের স্মরণে ২৪টি বৃক্ষরোপণ, বিকাল ৪টায় সিলেট নগরীর দক্ষিণ সুরমার লাউয়াইস্থ যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কেন্দ্রের পুকুরে মাছের পোনা অবমুক্তরণ কর্মসূচি পালিত হবে।

কর্মসূচিতে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপপরিচালক মো. রফিকুল ইসলাম শামীম।