জনসেবা নিশ্চিত করাই হবে আমার প্রথম কাজ : নাসির খান

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ১৩টি উপজেলায় উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে ধারাবাহিক মতবিনিময় করছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.নাসির উদ্দিন খান।

এরই অংশ হিসেবে তিনি বুধবার (২৮ সেপ্টেম্বর) বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করে।

মতবিনিময় সভায় এডভোকেট নাসির খান সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে তাকে দলীয় মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা তার উপর যে আস্থা রেখেছেন, সিলেট জেলা পরিষদে দলমতের ঊর্ধ্বে উঠে জনগণের সেবা প্রদানের মাধ্যমে দায়িত্ব পালন করে সেই আস্থার তিনি মূল্যায়ন করতে সর্বদা সচেষ্ট থাকবেন।

শেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুর উদ্দিনের সভাপতিত্বে এবং বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়ালের সঞ্চালনায় বিয়ানীবাজার উপজেলায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সম্পাদক কবির উদ্দিন আহমদ, প্রচার ও প্রকাশানা বিষয়ক সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন, সদস্য আব্দুল বারী, জাকির হোসেন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ কলা মিয়া, শামসুদ্দিন খান, আহমদ হোসেন বাবুল, যুগ্ম সম্পাদক হারুন রশীদ দিপু, আব্দুস শুক্কুর, সাংগঠনিক সম্পাদক মাসুদ হোসেন খান, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য মনিরুজ্জামান মনির, চারখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী, দুবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দীন, কুড়ারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুতিউর রহমান তোতা, মুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আল মামুন, মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমান উদ্দিন, তিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবর রহমান, বিয়ানীবাজার পৌরসভার চেয়ারম্যান ফারুকুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুকসানা বেগম লিমা, সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, শেওলা ইউপি সদস্য ফয়েজ খান।

গোলাপগঞ্জ উপজেলায় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় বাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদের সভাপতিত্বে এবং ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হানিফ খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, এডভোকেট মনসুর রশীদ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক রফিক আহমদ, পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমেদসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার এবং মহিলা মেম্বারগণ।