জনবান্ধব জেলা পরিষদ গড়ে তুলতে চাই : নাসির

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সিলেট জেলার ১৩টি উপজেলার জনপ্রতিনিধিদের সাথে ধারাবাহিক মতবিনিময় সভা করছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।

এর অংশ হিসেবে আজ বুধবার (১২ অক্টোবর) সিলেট সদর উপজেলা ও সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন তিনি।

সভায় নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান বলেন, সিলেটের সকল জনপ্রতিনিধিদের সাথে নিয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেট জেলা পরিষদকে একটি ‘আধুনিক ও জনবান্ধব জেলা পরিষদ’ হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য তিনি সিলেট জেলার সকল স্তরের জনপ্রতিনিধিদের সহায়তা কামনা করেন।

সিলেট নগরীর সোনার বাংলা কমিউনিটি সেন্টারে দুপুর ১টায় সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদের সভাপতিত্বে এবং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জামাল আহমদ।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক।

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট নুরে আলম সিরাজী এবং সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন।

সভায় অংশগ্রহণকারী জনপ্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র তৌফিক বক্স লিপন, কাউন্সিলর আজম খান, রেজোওয়ান আহমদ, সিকন্দর আলী, সিলেট সিটি কর্পোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর শাহানারা বেগম, অ্যাডভোকেট সালমা সুলতানা, নাজনীন আক্তার কনা, সিলেট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী, হাটখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুজজামান, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মনাফ, টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ আহমদ, খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলওয়ার হোসেন ও জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবাদুল্ল্যাহ ইসহাক।

ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্যদের পক্ষ থেকে বক্তব্য দেন, সাবিত্রী রাণী শর্মা ও ইউনিয়ন পরিষদের সদস্যদের পক্ষ থেকে বক্তব্য দেন কামরান আহমদ, সাবাজ আহমদ, নেছার আহমদ, গিয়াস উদ্দিন, আনছার আলী ও মন্তাকা আহমদ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কবীর উদ্দিন আহমদ, আইন সম্পাদক অ্যাডভোকেট মো. আজমল আলী, কোষাধ্যক্ষ শমসের জামাল, সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপ-দফতর সম্পাদক মো. মজির উদ্দিন, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সোয়েব আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আমাতোজ জোহরা রওশন জেবিন, ডা. নাজরা আহমদ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর বিক্রম কর সম্রাট, আবুল কালম আজাদ লায়েক, ইলিয়াছুর রহমান, মখলিছুর রহমান, তারেক উদ্দিন তাজ, রফিকুল ইসলাম ঝলক, সৈকত আমীন তৌহিদ, সংরক্ষিত আসনের কাউন্সিলর কুলসুমা বেগম পপি, রেবেকা বেগম ও রেবেকা আক্তার লাকী।

এছাড়া সভায় সিলেট সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।