জঙ্গি সন্দেহে জগন্নাথপুরে বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জঙ্গি সংশ্লিষ্টতার সন্দেহে একটি বাড়ি ঘেরাও করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (৮ জানুয়ারি) সকাল থেকে ওই বাড়িটি ঘেরাও করে রাখা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার রিপন কুমার মোদক।

পুলিশ জানায়, সকালে জগন্নাথপুর থানার পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামির খোঁজে ওই বাড়িতে যায়। এ সময় ওই বাড়ি থেকে এক যুবক দৌড়ে পালিয়ে যান। পরে বাড়িটিতে তল্লাশি চালিয়ে একটি কক্ষে মোবাইল, ল্যাপটপ, রেডিও, স্পিকারসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। এতে সন্দেহ হলে বাড়িটি ঘেরাও করা হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ থানার সা‌র্কেল এএস‌পি শুভাশিষ ধর জানান, এ বা‌ড়ির বিষ‌য়ে এখনই কিছু বলা যা‌চ্ছে না। প‌রে বিস্তারিত জানা‌নো হ‌বে।

সুনামগঞ্জের পুলিশ সুপার রিপন কুমার মোদক জানান, এখানে জঙ্গিদের কোনো কার্যক্রম ছিল কি না যাচাই-বাছাই করা হচ্ছে। বিষয়টি সেনাবাহিনীকে অবগত করা হয়েছে।