জঙ্গি কমান্ডার জিয়ার নির্দেশে দুই জঙ্গি ছিনতাই

পালানো দুই জঙ্গি সিফাত সামির ও সাকিব

দুই জঙ্গিকে সংগঠন আনসার আল ইসলামের সামরিক শাখার কমান্ডার সৈয়দ জিয়ার পরিকল্পনায় আদালত থেকে আসামি ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, তাদের আদালত থেকে ছিনিয়ে নিতে ১৫-২০ জনের দুটি টিম কাজ করে। ছিনিয়ে নিতে না পারা দুই জঙ্গি আরাফাত রহমান ও আব্দুর সবুর রাজু ওরফে সুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানান।

সোমবার (২১ নভেম্বর) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট এ সব তথ্য জানিয়েছে।

রোববার (২০ নভেম্বর) দুপুরে দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় প্রসিকিউশন বিভাগ ডিএমপি কোতোয়ালি থানায় একটি মামলা করেছে। ওই মামলার এজাহারে পরিদর্শক জুলজাস উদ্দিন আকন্দ উল্লেখ করেন, জঙ্গি আরাফাত রহমান ও আব্দুর সবুর রাজু প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। পলাতক জঙ্গি মেজর জিয়ার পরিকল্পনা অনুয়ায়ী আদালতের কার্যক্রম শেষে পুলিশের উপর আক্রমণ করে চারজনকে ছিনিয়ে নিতে হবে বলে নির্দেশ ছিল। দুজন পালাতে পারলেও অন্যরা আটকে যান। পরিকল্পনা বাস্তবায়নে দুটি মোটরসাইকেলে ৫-৬ জন এবং কোর্ট এলাকায় ১০-১২ জন আনসার আল ইসলামের সদস্য অবস্থান নেন।