জগন্নাথপুর বাজার তদারক কমিটির নেতৃত্বে মোজাহিদ-লিটন

সুনামগঞ্জের জগন্নাথপুর বাজার তদারক কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। জগন্নাথপুর পৌর মিলনায়তনে দিনভর ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।

বিকাল ৫ টার দিকে ভোটের ফলাফল ঘোষণায় আসেন নির্বাচন কমিশনারসহ রিটার্নিং অফিসার। প্রথমে সাধারণ সম্পাদকের ও সহ-সম্পাদকের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার দিলোয়ার হোসেন।

এবারের নির্বাচনে দুই পদের বিপরীতে ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে সাধারণ সম্পাদক পদে ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সহ-সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩ জন।

সর্বমোট ১১০০ জন ভোটের ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন এবং ২৪টি ভোট বাতিল হয়।

সাধারণ সম্পাদক পদে ৫০০ ভোট বেশী পেয়ে আনারস প্রতীকে মশাহিদ মিয়া ভুইঁয়া নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সাধারণ সাধারণ জাহির উদ্দিন ছাতা প্রতীকে ৪৫১ ভোট পেয়েছেন। সহ-সাধারণ পদে ব্যবসায়ী লিটন মিয়া মাছ প্রতীকে ৪৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিক মিয়া হরিণ প্রতীকে ৩৬২ ভোট পেয়েছেন।

জগন্নাথপুর বাজার তদারক কমিটির নির্বাচন সম্পন্ন সম্পাদক মশাহিদ মিয়া ভুইঁয়া ও সহ-সম্পাদক লিটন মিয়া নির্বাচন প্রধান দোলোয়ার হোসেন বেসরকারিভাবে ঘোষণা করেন।