জগন্নাথপুর থানা পুলিশের পক্ষ থেকে বানভাসিদের খাদ্য বিতরণ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বানভাসিদের মধ্যে জগন্নাথপুর থানা পুলিশের খাদ্য ও ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। প্রতিদিন প্রতিটি থানায় পৃথক টিমের মাধ্যমে এসব ত্রাণ বিতরণ করা হচ্ছে।

রোববার (২৩ জুন) জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আমিনুর ইসলামের তত্ত্বাবধানে বিভিন্ন থানা এলাকায় অনাহারি বন্যার্তদের মাঝে খাবার পৌঁছে দেওয়ার জন্য একাধিক টিম গঠন করা হয়। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাওঁ ইউনিয়নের পাইলগাওঁ ব্রজনাথ উচ্চ বিদ্যালয়ে একাধিক টিমে বিভক্ত হয়ে জগন্নাথপুর থানা এলাকার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে প্রায় ৩০০ জন বানভাসিদের মধ্যে রান্না করা খিচুড়ি বিতরণ করেন।

দীর্ঘ সময় আশ্রয়কেন্দ্রে অনাহারে, অর্ধাহারে থাকার পর জগন্নাথপুর পুলিশের পক্ষ হতে রান্না করা খাবার পেয়ে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন।

জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ আমিনুর ইসলাম বলেন, ‘আমি বন্যা আসার পর থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনকে রান্না করা খিচুড়ি খাবার বিতরণ করে যাচ্ছি। আজ পাইলগাওঁ ইউনিয়নে পাইলগাওঁ ব্রজনাথ উচ্চ বিদ্যালয়ে বিতরণ করি।’

এ সময় জগন্নাথপুর থানার তদন্ত কর্মকর্তা সুংকর পাল, সাংবাদিক গোবিন্দ দেব, গোলাম সারোয়ার, জুয়েল মিয়া, আল আমীন, আওয়ামীলীগ নেতা কয়ছর আহমেদ সহ এলাকার মুরব্বিগণ উপস্থিত ছিলেন।