সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নাম মাত্র খরচে আল্ট্রাসনোগ্রাম সেবা চালু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় এ কার্যক্রম উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা সির্ভিল সার্জন ডাঃ আহমেদ হোসেন।
জাতিসংঘ জনসংখ্যা কার্যক্রম তহবিল (ইউএসএফপিএ) ও কমিউনিটি বেইজড হেলথ কেয়ারের (সিবিএইচসি) সহায়তায় এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
সুনামগঞ্জ জেলা সির্ভিল সার্জন ডাঃ আহমেদ হোসেন বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাম সেবা চালু মাতৃস্বাস্থ্য নিশ্চিতে যুগান্তকারী পদক্ষেপ। নামমাত্র খরচে সরকারি ফি দিয়ে গরিব রোগীরা এসেবা নিতে পারবেন।’
এ কার্যক্রমের মাধ্যমে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও নিশ্চিত হবে বলে মনে করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আরা আশা। তিনি বলেন, ‘মাতৃস্বাস্থ্য নিয়ে গত দুই বছর ধরে চেষ্টা করছি। সব ধরনের টেস্ট এ হাসপাতালে করা গেলেও আল্ট্রাসনোগ্রাম চালু ছিল না। ইউএনএফপিএ এবং সিবিএইচসির সহায়তায় এটি চালু করা সম্ভব হয়েছে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাঃ মনিরুজ্জান, ডাঃ শাহিন আহমেদ, স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্স ও অন্যান্যরা।