জগন্নাথপুর উপজেলায় স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মুক্তাদির আহমদ মুক্তা

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদির আহমদ মুক্তা।

মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে মুক্তাদির আহমদ মুক্তা সিলেটভয়েসকে বলেন, ‘জনগণের চাপে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে হচ্ছে। আওয়ামী লীগের মনোনয়ন নেতাকর্মীরা হতাশ হয়েছে। সকলের প্রত্যাশা ছিল এবার প্রার্থী বদল করা হবে। নেতাকর্মীদের প্রত্যাশা পূরণে আমি প্রার্থী হবো। জগন্নাথপুরের রাজনৈতিক ঐতিহ্য ও সম্প্রীতি রক্ষা করা একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার কর্তব্য মনে করি।’

তিনি বলেন- ‘সাধারণ মানুষ আমাকে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য উৎসাহ যোগাচ্ছেন এ জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো। দুবৃর্ত্তায়নের বিরুদ্ধে নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে আমি কাজ করতে চাই।’

আগামী ৬ অক্টোবর জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন। ২ নভেম্বর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ।

উল্লেখ্য, আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন গতবারের পরাজিত প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন।