সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে ৫ টমটম (ইজিবাইক) মালিকের বিরুদ্ধে প্রায় সাড়ে ২৬ লাখ টাকার ক্ষতিপূরণ মামলা দায়ের করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।
সোমবার (১৪ আগস্ট) সিলেট অঞ্চলের বিদ্যুৎ আদালতে উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলিদপুর গ্রামের খান বাড়ীর মৃত আব্দুল মনাফ খানের ছেলে আকলিছ খান, খানবাড়ীর ছমেদ খানের ছেলে জুয়েল খান, একই গ্রামের মৃত রজক খানের ছেলে জলিম খান, বিশম্ভরপুর উপজেলার মথুর কান্দি গ্রামের মৃত আইউব আলীর ছেলে ইমান আলী ও তার ভাই সোহাগ আহমেদ।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা বিদ্যুৎ প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ জানান- সোমবার রাতে জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই এলাকায় হাজেরা ম্যানশন ভবনে অভিযান চালিয়ে ইজিবাইক চার্জিং গ্যারেজে অবৈধ বিদ্যুৎ সংযোগ পাওয়া যায়। অভিযানে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে ইজিবাইক চার্জ দেওয়ায় ৩২ টি চার্জার জব্দ করা হয়। পরে এ ঘটনার সাথে জড়িত ৫ জনের বিরুদ্ধে বিদ্যুৎ আইনে ২৬ লাখ ৪৮ হাজার ১৫৫ টাকা ক্ষতিপূরণের মামলা করা হয়। এধরণের চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।।
আবাসিক প্রকৌশলী আবুল আজাদ বলেন, জগন্নাথপুর অবৈধভাবে ইজিবাইক চার্জ করা হয়। এজন্য জগন্নাথপুর ঘনঘন বিদ্যুৎ চলে যায়।