সুনামগঞ্জের জগন্নাথপুরে ১১ কোটি ৯৮ লাখ ৩৯ হাজার ৮৩৭ টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
মন্ত্রী আজ শুক্রবার এসব প্রকল্প উদ্বোধন করতে জগন্নাথপুরে আসছেন। সকাল সাড়ে ১০টায় স্থানীয় সরকার প্রকৌশল অতিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নে ৭৩ লাখ ৩৫ হাজার ৭০০ টাকা ব্যয়ে জগন্নাথপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্ধোধন করবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
পরে ৯৭ লাখ ৩৯ হাজার ২০০ টাকা ব্যয়ে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, ১ কোটি ১ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও ১ কোটি ২৫ লাখ ৭৪ হাজার ৯৩৭ টাকার জগন্নাথপুর-স্বজনশ্রী ভায়া চিলাউড়া সড়কে আরসিসি কাজের উদ্বোধন করবেন।
এছাড়া শিক্ষা প্রকৌশল অতিদপ্তরের বাস্তবায়নে ৪ কোটি টাকা ব্যয়ে চিলাউড়া উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অতিদপ্তর কর্তৃক প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে রসুলপুর এলাকায় পাইপ লাইনের মাধ্যমে পানি সরবারহ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
বিকেল ৩ টায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান চিলাউড়া বাজারে আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন।