সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১২০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি চোরাকারবারের সাথে জড়িত ১১জনকে আটক করা হয়।
এসময় ভারতীয় চিনি বহন করার অভিযোগে দু’টি পিকআপ গাড়ি ও দু’টি পাইভেট কার এবং নগদ ১৩ লাখ ১৪ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।
বুধবার (০১ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ থানার সামনে দিয়ে রানীগঞ্জ সড়কে যাওয়ার পথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি মাধ্যমে তাদের আটক করে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, অলিউর রহমান জুলহাস (৩০), জসিম উদ্দিন (২৮), মাসুম মিয়া (২৪), হাবিবুর রহমান হাবিব (২৯), আমীর হোসেন (২৭), আলাল মিয়া (২৪), শরিফ আহমদ (২৫), মামুন মিয়া (২২), সজিব হোসেন (২০), আনহার মিয়া (২৫), আনোয়ার হোসেন (৩২)।
এ ঘটনায় জগন্নাথপুর থানার সাব-ইন্সপেক্টর অলক দাশ বাদী হয়ে থানায় ১১ জনের বিরুদ্ধে মামলা রুজু করেন।
বিষয়টি নিশ্চিত করে এসআই মিজানুর রহমান বলেন, সুনামগঞ্জ থেকে হবিগঞ্জ যাওয়ার পথে চোরাইকৃত চিনির চালানটি আটক করা হয়। ঘটনার সাথে জড়িত ১১ জনকে আটক করা হয়েছে। পরে তাদেরকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।