সুনামগঞ্জের জগন্নাথপুরে সৌদি প্রবাসী সোহান হত্যা মামলার আরও তিনজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোখলেছুর রহমান আখন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন হবীগঞ্জের নবিগঞ্জ উপজেলার লতিবপুর গ্রামের মৃত ইমান উদ্দিনের ছেলে দিদার হোসেন (২৬), মফিজ উদ্দিনের ছেলে মো. জাহিদ হাসান (২১), শাহাব উদ্দিনের ছেলে বাবলু মিয়া (১৯) ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাড়ী জগন্নাথপুর গ্রামের মৃত নানু মিয়ার ছেলে ময়না মিয়া (২২)।
জানা যায়, গত ২৮ অক্টোবর সন্ধ্যায় উপজেলার ইনাতগঞ্জ পূর্ব বাজার নামক স্থানে কতিপয় মাদকসেবী ও মাদক ব্যবসায়ী একতাবদ্ধ হয়ে পূর্ব শত্রুতার জের ধরে সৌদি প্রবাসী মোজাহিদুল ইসলাম সোহানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী আহত সোহানকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। এ ঘটনায় নিহত সোহানের পিতা বাদি হয়ে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর আগে, গত মঙ্গলবার একজন গ্রেপ্তার করে র্যাব।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোখলেছুর রহমান আখন্দ জানান, প্রবাসী সোহান হত্যা মামলার আরও তিনজনসহ পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আজ রোববার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।