জগন্নাথপুরে স্ত্রী হত্যা মামলার আসামীসহ গ্রেপ্তার ২

সুনামগঞ্জের জগন্নাথপুরে স্ত্রী হত্যা মামলায় ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে পার্শবর্তী শান্তিগঞ্জ উপজেলার আক্তাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

স্বামী আমজাদ হোসেন একই গ্রামের মোখলেছ মিয়ার ছেলে।

এদিকে, অপর অভিযানে রাজনৈতিক মামলার দায়ে মো. আমিন উদ্দিনকে (৫৬) নামে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমীন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া মো. আমিন উদ্দিনকে (৫৬) উপজেলার কলকলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সহ-সাধারণ সম্পাদক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ওসি মো. রুহুল আমীন বলেন, ‘গতকাল শুক্রবার পৃথক অভিযানে স্ত্রী হত্যা মামলার আসামী ঘাতক স্বামী ও রাজনৈতিক মামলায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।’