আসন্ন দূর্গাপূজাকে সামনে রেখে জগন্নাথপুর উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ সেনাবাহিনীর জগন্নাথপুর উপজেলার দায়িত্বরত সেনাকর্মকর্তা ক্যাপ্টেন সুয়েব আহমেদ। সোমবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় জগন্নাথপুর পৌরসভার হল রুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সেনা কর্মকর্তা ক্যাপ্টেন সুয়েব আহমেদ পূজায় যেন কেউ গুজব ছড়াতে না পারে সেদিকে খেয়াল রাখতে সাংবাদিকদের আহ্বান জানান।
তিনি বলেন, ‘অনলাইনে পুরনো ভিডিও দিয়ে গুজব ছড়ানো হতে পারে। যদি কোন ঘটনা ঘটে সেটা যেন যাচাই-বাছাই করে সত্য সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের সহযোগিতা চাই।’
অনুষ্ঠিত মতবিনিময়ে যুগান্তর প্রতিনিধি সানোয়ার হাসান সুনু, মানবকণ্ঠ প্রতিনিধি জহিরুল ইসলাম লাল, ইত্তেফাক প্রতিনিধি আব্দুল হাই, বাংলা টিভি জগন্নাথপুর প্রতিনিধি গোবিন্দ দেব, জগন্নাথপুর নিউজ প্রতিদিনের সাংবাদ প্রতিনিধি শাহ এস এম ফরিদ, যায়যায়দিন প্রতিনিধি গোলাম সরোয়ার, ভোরের কাগজ প্রতিনিধি রিয়াজ রাহমান, নয়াদিগন্ত প্রতিনিধি হুমায়ুন কবির, কালেরকণ্ঠ প্রতিনিধি আলী আহমদ, দৈনিক সংগ্রাম প্রতিনিধি জামাল উদ্দিন বেলাল, দৈনিক সকালের সময় আমিনুর রহমান জিলু, দৈনিক দিনকাল প্রতিনিধি হিফজুর রাহমান তালুকদার জিয়া, আজকের পত্রিকার প্রতিনিধি জুয়েল আহমেদ, দৈনিক উত্তর পূর্বের প্রতিনিধি শিপন আহমদ, দৈনিক মানবজমিনের প্রতিনিধি শমিক দেব, দৈনিক বসুন্ধরা প্রতিনিধি হুমায়ুন কবির ফরিদী, দৈনিক দেশপত্র এর প্রতিনিধি বিপ্লব দেবনাথ, দৈনিক মানবাধিকার প্রতিনিধি আলামিন ইসলাম, সাংবাদিক মুকিম উদ্দিনসহ জগন্নাথপুর উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।