জগন্নাথপুরে ভোক্তার অভিযান, ৫৯ হাজার টাকা জরিমানা

সুনামগঞ্জের জগন্নাথপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে ১১ মামলায় ৫৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (৯ আগস্ট) উপজেলার জগন্নাথপুর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এসময় মূল্য তালিকা প্রদর্শন না করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপন্নের দায়ে এই আর্থিক দন্ড প্রদান করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও সাজেদুল ইসলাম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে ১১টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আমাদের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।