বন্যার আসার পর থেকে প্লাবিত এলাকাগুলোয় ত্রাণ বিতরণ করছে সরকার। সরকারের পক্ষে এসব ত্রাণ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। সুনামগঞ্জে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। মঙ্গলবার (২৫ জুন) বিকালে সুনামগঞ্জের জগন্নাথপুর আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকার দেশের মানুষের স্বার্থে কাজ করে। এজন্য দেশের মানুষ তাঁর উপর আস্থা রেখে আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করেছেন। অবাধ সুষ্টু নির্বাচন বাস্তবায়ন একমাত্র শেখ হাসিনার পক্ষে সম্ভব হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত আছে। দেশের মানুষ এখন খাদ্য বস্ত্রের অভাব করে না। এ সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণ করতে পেরেছে। আগামী ২০৪১ সালের মধ্যে দেশকে স্বয়ংসম্পূর্ণ করে স্মার্ট বাংলাদেশর বিনির্মাণ করবে শেখ হাসিনা সরকার। জেলার ছোট বড় নদ-নদী ও খাল খনন করে বন্যার পানি স্বাভাবিক প্রবাহের ব্যবস্থা করতে কাজ করছে সরকার।’
আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সদস্য আজিজুস সমাদ ডন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডভোকেট রণজিৎ সরকার, বাংলাদেশ কেন্দ্রীয় উপ কমিটির নেএী অভিনেত্রী রুকেয়া পারভিন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিদ্দিক আহমেদ, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জয়দ্বিপ সুত্র বিরেন্দ্র, যুবলীগ সভাপতি কামাল উদ্দিন প্রমুখ।