জগন্নাথপুরে বজ্রপাত প্রতিরোধকল্পে তালগাছ রোপণ

সুনামগঞ্জের জগন্নাথপুরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে বজ্রপাত প্রতিরোধের লক্ষ্যে ১০০ টি তালগাছ রোপণ করা হয়েছে।

শুক্রবার (৩১ মে) সকাল ১০ টায় জগন্নাথপুর উপজেলার কাটা গাঙ্গের পাড়ে তালগাছ রোপণ করেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি কর্মকর্তা রিয়াদ বিন ইব্রাহিম ভুঞা সা আধ।

এ সময় উপস্থিতি ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর উপ সহকারী আব্দুর রব সরকার, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আমিনুর ইসলাম, জগন্নাথপুর উপজেলা এাণ ও দুর্যোগ অধিদপ্তরের সহকারী প্রকল্প কর্মকর্তা সাইফুদ্দিন আহমদ প্রমুখ।

সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা রিয়াদ বিন ইব্রাহিম ভুঞা সা আধ বলেন, বজ্রপাত প্রতিরোধের লক্ষ্যে দুর্যোগ মোকাবেলা করার জন্য জগন্নাথপুরে তালগাছ রোপণ করা হয়েছে। আমি আশা করি সবার বাড়ির আঙ্গিনায় একটি করে তাল গাছ লাগানো দরকার। কেননা তালগাছ অনেক উপকারী।