জগন্নাথপুরে প্রবাসী সোহান হত্যা মামলায় গ্রেপ্তার ৩

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে পূর্ব শত্রুতার জের ধরে সৌদি প্রবাসী সোহান হত্যা মামলার প্রধান আসামীসহ আরও ০২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (৯ নভেম্বর) ঘটনার সাত দিনের মধ্যে ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানাধীন মুন্সিরহার এলাকা থেকে আসামীদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সদর দপ্তর, সিলেট হতে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত আসামীরা হলেন- দিদার আলী (২৭), জাহিদ (২১) ও বাবলু মিয়া (২৪)।

বিজ্ঞপ্তিতে উল্লেখ, গত ২৮ অক্টোবর সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় সুনামগঞ্জ জেলার জগন্নাতপুর থানাধীন ইনাতগঞ্জ পূর্ব বাজার নামক স্থানে কতিপয় মাদকসেবী ও মাদক ব্যবসায়ী একতাবদ্ধ হয়ে পূর্ব শত্রুতার জের ধরে সৌদি প্রবাসী মোজাহিদুল ইসলাম সোহানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে এলাকাবাসী আহত সোহানকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে উক্ত ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও র‌্যাব-১৪, সিপিএসসির যৌথ অভিযানে ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানাধীন মুন্সিরহার এলাকায় অভিযান পরিচালনা করে (সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার এফআইআর নং ০২/১৫০, তারিখঃ ০২ নভেম্বর ২০২৪ খ্রিঃ, ধারা:১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/১১৪ /৩৪ পেনাল কোড ১৮৬০;) এর মূলে হত্যা মামলার প্রধান আসামীসহ আরও ০২ জন পলাতক আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তার হওয়া আসামীদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও বিজ্ঞপ্তিতে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।