জগন্নাথপুরে পৃথক অভিযান, দুইজনের অর্থদণ্ড

সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে অবৈধ জাল নিয়ে মাছ শিকার ও মোটরযান আইন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (৩১ মে) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞার নেতৃত্বে জগন্নাথপুর থানার একদল পুলিশের উপস্থিতিতে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে উপজেলার গোতগাঁও এলাকায় কুশিয়ারা নদীতে অবৈধ জাল নিয়ে মাছ শিকার করায় জাকির মিয়া নামের এক মৎস্য শিকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান উপস্থিত ছিলেন।

অপরদিকে দুপুরে উপজেলা সদরের ডাকবাংলো সড়কে শহীদ মিনার এলাকায় মোটকযান আইনে মুহিবুর রহমান নামের একজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা।