জগন্নাথপুরে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আইন-শৃঙ্খলা বিষয়ক সভা

সুনামগঞ্জের জগন্নাথপু্রে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনা বাহিনীর আয়োজনে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আইন-শৃঙ্খলা বিষয়ক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন আরিফুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। দেশের কোথাও এখন কোন সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে না। দেশের স্বার্থে জনগনের স্বার্থে সেনাবাহিনী এখনও মাঠে রয়েছে। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাউকে কোন অপকর্ম করতে দেয়া হবে না। তিনি আরও বলেন, আমাদের সবার উচিত কোন ধরণের গুজুবে কান না দিয়ে সবাই সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নেওয়া। এমনকি দেশের শান্তি নষ্ট হয় এমন কোন কাজ না করা। অন্তবর্তী সরকারকে সহযোগিতা করে সম্মিলিতভাবে দেশ গড়ায় ভূমিকা রাখা আমাদের কাম্য।

এসময় জগন্নাথপুরের সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা রক্ষায় জনপ্রতিনিধিসহ বিভিন্ন সচেতন মহলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন আরিফুল ইসলাম, সিনিয়র ওয়ারেন্ট হুমায়ুন, ওয়ারেন্টক হোসেন, সহকারী কমিশনার ভূমি রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, চিলাউড়া হলদিপুর ইউ/পি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, সৈয়দপুর শাহারপাড়া ইউ/পি চেয়ারম্যান আবুল হাসান, পাটলী ইউ/পি চেয়ারম্যান আঙ্গুর মিয়া, রানীগঞ্জ ইউ/পি চেয়ারম্যান ছদরুল ইসলাম, আশারকান্দি ইউ/পি চেয়ারম্যান আইয়ুব খান, কলকলিয়া ইউ/পি চেয়ারম্যান আলহাজ্ব রফিক মিয়া, পাইলগাঁও ইউ/পি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিমুদ্দিন ,সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. সৈয়দ রেজওয়ান আহমেদ, হলিয়ারপাড়া মাদ্রাসার অধ্যক্ষ ড. মইনুল ইসলাম পারভেজ, রানীগঞ্জ মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ইসহাক আহমেদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সতীশ গোস্বামী, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, কোষাধ্যক্ষ আব্দুল হাই, বাংলা টিভি জগন্নাথপুর প্রতিনিধি গোবিন্দ দেব, মীরপুর ইউনিয়ন হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দেব, সেবক রঞ্জন দে, জীতেন দেবনাথ, বিদ্যুৎ রায় প্রমুখ।

সমাবেশে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রনয় কান্তি সূত্রধর খোকন, সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্ছুসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।