জগন্নাথপুরে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৫তম জাতীয় বিজ্ঞানমেলা শুরু হয়েছে।

আজ সোমবার সকাল ১০টায় জগন্নাথপুর উপজেলা প্রশাসন চত্বরে মেলার উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম।

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভুঞ্জা। এছাড়া সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিলাল হোসেন, পানি সম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল ইসলাম, সাংবাদিক শংকর রায়, বাংলা টিভি ও সিলেট ভয়েস’র জগন্নাথপুর প্রতিনিধি গোবিন্দ দেব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, ছাত্রছাত্রী, সাংবাদিক এবং অভিভাবকবৃন্দ।

সংশ্লিষ্টরা জানান, ১২টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের স্টল নিয়ে মেলাটি শুরু হয়েছে। আগামীকাল মঙ্গলবার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী মেলার সমাপ্তি ঘটবে।