জগন্নাথপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১৮সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি, সূধীজনদের অংশগ্রহণে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে জাতীয় স্থানীয় সরকার দিবসের বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালি পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এর পরিবার পরিকল্পনা কর্তকতা ডা. মধু সূধন ধর, উপজেলা প্রেকৌশলী সোহরাব হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথি, মিরপুর ইউনিয়র পরিষদের চেয়ারম্যান শিরিন আহমদসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

জাতীয় স্থানীর সরকার দিবসের আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজিদুল ইসলাম বলেন, বর্তমান সরকার জনসাধারণের দূরগোড়ায় সবধরনের সেবা পৌঁছে দিতে এ দিবসের সূচনা করেছেন যাতে করে জনসাধারণ স্থানীয় সরকারের সকল প্রতিষ্ঠান থেকে নিরবিচ্ছিহ্নভাবে সেবা নিতে পারেন।